হবু স্ত্রীকে ‘খুন’ করে থানায় যুবকের আত্মসমর্পণ

উত্তর দিনাজপুর : হবু স্ত্রীকে ‘খুন’ করে থানায় আত্মসমর্পণ করল যুবক। রবিবার গভীর রাতে চা বাগান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। চলতি মাসের ১৯ তারিখে বিয়ের কথা ছিল দু’জনের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায়।

এই ঘটনায় সোমবার সকাল থেকে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মৃতার পরিবার ও প্রতিবেশীরা পথে নেমে প্রতিবাদ-বিক্ষোভ দেখান। দোষীদের কঠিন শাস্তির দাবি তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত তরুণীর নাম নার্গিস পারভিন (২০)।

ছেলের বাড়ির থেকে পণ হিসেবে ৭ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলে দাবি মৃতার পরিবারের। সেই কথা মেনেও নেওয়া হয়। শুধু তাই নয়, গত শনিবার সুলতানের পরিবারকে আগাম ৩ লক্ষ টাকা দেওয়া হয় বলে মেয়ের পরিবার জানিয়েছে। শনিবার রাতেই ওই তরুণীকে বাড়ি থেকে আধার, ভোটার নিয়ে বেরতে বলা হয়েছিল। কথা মতো তরুণী বাড়ি থেকে বেরনোর পর আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

রবিবারও তাঁকে না পাওয়ায় চোপড়া থানায় নার্গিসের পরিবার অভিযোগ জানিয়েছিল। এর পর থানায় গিয়ে সুলতান হবু স্ত্রীকে ‘খুন’ করার কথা জানায়। বলা হয়, সীমান্ত লাগোয়া চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের ফার্ম এলাকায় এক চা বাগানে দেহ মাটি চাপা দেওয়া আছে। পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =