কেরলে সিঙ্গাপুরের জাহাজে ভয়াবহ বিস্ফোরণ

কোচি : কেরল উপকূলে সিঙ্গাপুরের নিশানধারী পণ্য়বাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ। খবর পেয়েই সাহায্য়ের জন্য় ছুটে যায় ভারতীয় রণতরী আইএনএস সুরাত। উদ্ধারকাজে পাঠানো হয় যুদ্ধবিমানও। কী থেকে এই বিস্ফোরণ ঘটল তা নিয়ে ঘনাচ্ছে রহস্য়। আপাতত চলছে জাহাজে আগুন নেভানোর কাজ।

জানা গিয়েছে, মুম্বইয়ের মেরিটাইম অপারেশন সেন্টার প্রথম বিস্ফোরণের খবর পায়। তারা খবর পাঠায় কোচিতে। এরপরই তৎপর হয়ে ওঠে ভারতীয় নৌসেনা। সকাল সাড়ে ১১টায় আইএনএস সুরাত-কে ঘটনাস্থলে পাঠানো হয়।

কোচির নৌসেনা ঘাঁটি থেকে একটি যুদ্ধবিমানও পাঠানো হয় ঘটনাস্থলে। কীভাবে বিস্ফোরণ হলো, তা খতিয়ে দেখবে তারা। প্রয়োজনে উদ্ধারকাজে সাহায্যও করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 13 =