কলকাতা : বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনের শোকপ্রস্তাব নিয়েও শুরু হল রাজনীতি। সোমবার বিধানসভার বাদল অধিবেশনে শোকপ্রস্তাব পাঠ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
সেই প্রস্তাবে প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা, বিধায়ক তাপস সাহা-সহ পহেলগামে জঙ্গিহানায় মৃতদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সেই তালিকায় নাম ছিল না কাশ্মীরের পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে নিহত ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের।
বিজেপি পরিষদীয় দল এমনিতেই শামসেরগঞ্জে নিহত হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন দাসের নাম শোকপ্রস্তাবের তালিকায় না থাকায় ক্ষোভ প্রকাশ করে। পরে সেনা জওয়ান ঝন্টুর নাম না থাকা নিয়েও সরব হয় বিজেপি। এ প্রসঙ্গে তৃণমূল পরিষদীয় দলের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।