কলকাতা : চার মাসের মধ্যেই ফের বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার বদল হল। অজয়কুমার ঠাকুরকে কমিশনার পদ থেকে বদলি করা হল। তাঁর জায়গায় এবার দায়িত্বভার সামলাবেন মুরলী ধর।
মুরলী ধর এই মুহূর্তে আইজিপি ট্রেনিংয়ে আছেন। তাঁকে বারাকপুর পুলিশ কমিশনারের পদে আনা হচ্ছে। অজয়কুমার ঠাকুরকে পাঠানো হচ্ছে সিআইডির ডিআইজি পদে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন।
বিভিন্ন সময় বারাকপুর লোকসভা এলাকা রাজনৈতিকভাবে উত্তপ্ত থাকে বলে খবর। মাত্র চার মাসের মধ্যেই ফের পুলিশ কমিশনার বদল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।