দুর্গাপুর : জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা অভিযানে ‘অপারেশন সিঁদুর’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর গোটা দেশে যখন বাহিনীকে সম্মান জানানো হচ্ছে, তখন বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর এক বক্তব্যে ‘অপারেশন সিঁদুর’কে ‘নাটক’ বলে কটাক্ষ করায় শনিবার বিজেপি পুলিশে অভিযোগ দায়ের করেছে। বিতর্ক ছড়িয়ে পড়তেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ভোল পাল্টান বিধায়ক।
সম্প্রতি দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বিজেপি সরকার যুদ্ধ যুদ্ধ খেলছে, সবটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করে এই অপারেশন সাজানো হয়েছে।” তিনি আরও দাবি করেন, পহেলগামের ঘটনার আগে নিরাপত্তা বলয় তুলে নেওয়া হয়েছিল।
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শনিবার বিজেপির দুর্গাপুর সাংগঠনিক জেলার সম্পাদক অভিজিৎ দত্ত আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (পূর্ব)-এর কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, “তৃণমূল বিধায়ক দেশের সেনাবাহিনীকে অপমান করেছেন। এটা দেশদ্রোহিতার সামিল।”
বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি কটাক্ষ করেন, “অর্ধশিক্ষিতদের রাজনীতিতে জায়গা দিলে তারা কী বলা উচিত বুঝতে পারে না। পাকিস্তানের প্রতি এতই টান থাকলে ওখানে গিয়ে থাকুন।”
অন্যদিকে বিতর্ক ঘনিয়ে ওঠায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি দেশের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সেই কৃতিত্বকে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলে, তারই বিরোধিতা করেছি।”