দক্ষিণ ২৪ পরগনা : এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম বাপি অধিকারী।
শুক্রবার রাতে ক্যানিং রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, সুন্দরবন কোস্টাল থানা এলাকায় ডাকাতির ছক ছিল কয়েকজন দুষ্কৃতীর। সেই ডাকাতদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করার কথা ছিল বাপির।
যাদের এই অস্ত্র জোগান দেওয়ার কথা ছিল, রাতেই সেই দুই দুষ্কৃতীর আসার কথা ছিল ক্যানিংয়ে। কিন্তু পুলিশ তার আগেই ধরে ফেলে অভিযুক্তকে।