নতুন রূপকথা। স্বপ্নপূরণও। ট্রফি নিয়ে ছবি তোলার সময় বারবার সেই উচ্ছ্বাস ধরা পড়ছিল। হবে নাই বা কেন! প্রথম বার ফরাসি ওপেন জয়। কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। তাও আবার বিশ্বের এক নম্বরকে হারিয়ে! ফরাসি ওপেনের লাল কোর্টে এমন রূপকথাই গড়লেন কোকো গফ। এই তরুণী তিন সেটের মরিয়া লড়াইয়ে হারালেন বেলারুসের আরিয়ানা সাবালেঙ্কাকে। যিনি মেয়েদের টেনিসে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে। ক্লে-কোর্টে এর আগে মাত্র একটি ডব্লিউটিএ টুর্নামেন্ট জিতেছিলেন কোকো গফ। চার বছর আগে ইতালিতে WTA ২৫০ ইভেন্ট। এরপর ক্লে-কোর্টে এল এত বড় ট্রফি!
টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই কোকো গফ শুরুতেই পিছিয়ে পড়েছিলেন। অনেকেই ধরে নিয়েছিলেন, বিশ্বের এক নম্বর সাবালেঙ্কাই হয়তো বাজিমাত করবেন। বেলারুসের সাবালেঙ্কা কেরিয়ারে তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেও ফরাসি ওপেন অধরা ছিল। এ বার শুরুটা ভালো হয়েছিল। টাইব্রেকারে প্রথম সেট জিতেছিলেন। কিন্তু এরপরই কোকোর কারনামা।
দ্বিতীয় সেটে ৬-২ ব্যবধানে একতরফা জয় কোকোর। নির্ণায়ক তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিততেই ফরাসি ওপেন ট্রফি কোকো গফের নামে। ফাইনালে এগিয়ে থেকেও ট্রফি হাতছাড়া। সাবালেঙ্কা বলছেন, ‘খুবই হতাশাজনক। তবে কোকোকে অনেক শুভেচ্ছা। এই ম্যাচে আমার চেয়ে ভালো খেলে ট্রফি জিতেছে।’ এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেন জিতেছিলেন কোকো। মার্কিন তরুণীর সেটিই ছিল প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ। দ্বিতীয় গ্র্যান্ড স্লাম এল প্যারিসের লাল-মাটিতে।