কলকাতা : সন্দেশখালির প্রতিবাদী মুখ পিয়ালীকে ক্রমান্বয়ে নিপীড়নের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু পিয়ালির অভিযোগের ভিডিও দাখিল করেন। বৃহস্পতিবার শুভেন্দুবাবু সামাজিক মাধ্যমে লেখেন, ”সন্দেশখালিতে শেখ শাহজাহানের অপরাধের সাম্রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রতিবাদী মা বোনদের মধ্যে অন্যতম; বোন পিয়ালী দাস (মাম্পি) কে গত ক’দিন ধরে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন ভাবে প্রলোভনের ফাঁদে ফেলে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছিল।
পিয়ালী দাস সেই প্রলোভনে পা না দেওয়ায়, পরে পুলিশ কে দিয়ে চাপ দেওয়া শুরু হয়। তাতেও চিঁড়ে না ভিজলে পিয়ালী দাসকে সন্দেশখালি থানার চটি চাটা ওসি বলাই ঘোষ হোয়াটস অ্যাপ কল করে অকথ্য ভাষায় গালাগাল করে, হুমকি দেয়, কথা না শোনার খেসারত দিতে হবে, তার জন্য যা ব্যবস্থা নেবার সে নেবে, তার কেউ কিছু করতে পারবে না ইত্যাদি বলে শাসানোর পুরোদমে চেষ্টা করে।
সন্দেশখালির ওসি বলাই ঘোষ এই সমস্ত হুমকি সেখানকার স্থানীয় ভিলেজ পুলিশ বিশ্বজিৎ দাসের ফোনের হোয়াটস অ্যাপ ব্যবহার করে দেয় যাতে তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমান না রয়ে যায়।
সন্দেশখালির প্রতিবাদী মুখ বোন পিয়ালী দাস শাসক দল তৃণমূল আর তার দলদাস পুলিশের শত প্রলোভন, হুমকি চমকানিকে উপেক্ষা করে সাহসের সাথে নিজের সিদ্ধান্তে অবিচল রয়েছেন, তিনি মাথা নত করেন নি। আমি ওনার এই সাহসী মনোভাবের প্রশংসা করি।
আমরা বার বার বলেছি যে তৃণমূলের সাথে সাধারণ মানুষের সমর্থন নেই, রাজ্যে তোলামূলের অস্থিত্ব টিকে রয়েছে পুলিশ, জেহাদী আর দুষ্কৃতীদের জন্য। আমাদের এই দাবী যে সত্য তা এই ঘটনায় আরো একবার প্রমাণিত হল। এই চোর ডাকাতদের রাজত্ব আর বেশি দিন নেই, বদল হবেই হবে।”