কলকাতা : রাজ্যে মাগুর-সহ সমস্ত হাইব্রিড প্রজাতির মাছের চাষ নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। তিনি বলেন, “এই ধরনের মাছ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। উৎপাদন ও বিক্রি বন্ধে জন প্রতিনিধিদের সচেতনতা বাড়াতে হবে।”
মন্ত্রী জানান, বিলুপ্তপ্রায় ৩৩টি দেশি প্রজাতির মাছ সংরক্ষণের জন্য ‘অভয় পুকুর’ প্রকল্প নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, মালদা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার সরকারি জলাশয়ে ১৮ লক্ষ টাকা ব্যয়ে ৬টি ইউনিট গড়া হয়েছে। আগামী বছরে আরও ১২টি ইউনিট স্থাপন হবে।
রাজ্যে মাছ উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির ওপর জোর দিচ্ছে সরকার। ২০২৩-২৪ সালে যেখানে বিদেশে রপ্তানি হয়েছিল ১.৪২ লক্ষ মেট্রিক টন মাছ, ২০২৪-২৫ সালে তা বেড়ে হয়েছে ১.৪৫ লক্ষ মেট্রিক টন। একইসঙ্গে, আন্তঃরাজ্য আমদানি কমাতে ২২৪ হেক্টর জলাশয়ে বড় মাছের চাষে মৎস্য সমবায় ও স্বনির্ভর গোষ্ঠীকে যুক্ত করা হয়েছে।
গভীর সমুদ্রে মাছ ধরার নিরাপত্তায় ৫০০টি ট্রলারে বসানো হয়েছে ISRO-র তৈরি দ্বিমুখী এমএসএস ট্রান্সপন্ডার। মৎস্যজীবীদের জন্য বিমা ও পরিচয়পত্র প্রকল্পের অগ্রগতির পাশাপাশি, ২০২৩-২৫ সালে ৭১ হাজার মৎস্যজীবীকে মাছচাষ ও প্রক্রিয়াকরণে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, “মৎস্যজীবীদের আয় বাড়াতে রাজ্য মাছ উৎপাদনে স্বনির্ভর ও রপ্তানিমুখী হতে চায়।”