কলকাতা পুরসভা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করল হাইকোর্ট

কলকাতা : ওবিসি জট কাটার আগেই কলকাতা পুরসভা নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা বাতিল করল কলকাতা হাইকোর্ট।

ওবিসি-র নতুন তালিকার উপর মঙ্গলবারই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। রাজ্য ওই সংক্রান্ত যত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, মঙ্গলবার সেগুলিতেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে ওবিসি কোটায় নিয়োগের উদ্যোগ নেওয়ার অভিযোগ ওঠে কলকাতা পুরসভার বিরুদ্ধে। হাইকোর্ট তালিকা খারিজ করার পরেও সেই ওবিসি তালিকা ধরে নিয়োগ চালানোর অভিযোগে উঠছিল।

সম্প্রতি কলকাতা পুরসভায় সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তা প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭৮টি শূন্যপদের মধ্যে ওবিসি (এ)-র জন্য ৮টি, ওবিসি (বি)-র জন্য ৫টি পদ সংরক্ষণের কথা বলা হয়।

ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হয় মামলা। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের পর্যবেক্ষণ, দুই দফতর নিজেদের গা বাঁচাতে একে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে। শেষ পর্যন্ত হাইকোর্ট জানিয়ে দেয়, এই বিজ্ঞপ্তি বাতিল করা হলো।

কলকাতা পুরসভার কমিশনার ও পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে তলব করা হয়। বৃহস্পতিবার ভার্চুয়ালি হাজিরা দেন তাঁরা। ঠিক হয়েছে, নতুন করে কলকাতা পুরসভা শূন্য পদের পরিসংখ্যান দিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে তাদের তালিকা পাঠাবে। সেই তালিকা বিবেচনা করে সাত দিনের মধ্যে অনুমতি দেবে দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 4 =