চেষ্টা করলেই ঝুলনের মতো সাফল্য মিলবে: সৌরভ
মনোজিত মৌলিক
বোলপুরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানে জনতার ঢল। জেলা সফরে মুর্শিদাবাদ, হুগলি, মালদহের পর রবিবার সৌরভ হাজির হন বীরভূম জেলায়। মঞ্চে ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। সৌরভ বলেন, অনুব্রতবাবুর সঙ্গে ১০ বছর পর দেখা হলো। আগে হয়েছিল রামপুরহাটে। এই প্রথম বোলপুর, শান্তিনিকেতনে আসা। সৌরভ বক্তব্য শুরুর সময় অনুব্রত বলেন, “কোচিং করিয়ে দাও।”
ছাত্র-যুবদের উৎসাহিত করতে সৌরভ ঝুলন গোস্বামীকে পাশে নিয়ে বলেন, চেষ্টা করলেই সাফল্য মিলবে। পড়াশোনা, খেলাধুলো, গান-বাজনা, জীবনের সব ক্ষেত্রেই।
চাকদহের মেয়ে, জেলার মেয়ে ঝুলন ভারতের গর্ব। বীরভূম থেকে অনেকে কলকাতায় খেলতে যান। সিএবি তাঁদের সব সময় সাহায্য করে। ঝুলন পারলে বীরভূম থেকেও তাঁর মতো ক্রিকেটার উঠে আসা সম্ভব। ঝুলন বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শোনার পর আমি দেখতে চাইব সব ধরনের খেলা খেলতে ছেলে-মেয়েরা এই মাঠ, স্টেডিয়াম ভরিয়ে রাখে।
ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, ক্যারাটে-সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বীরভূম জেলার কৃতীদের সংবর্ধনা দেওয়া হয় সৌরভের হাত দিয়ে। বীরভূমের সকলকে সহযোগিতার আশ্বাস দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। একটি ক্লাবকে অ্যাস্ট্রোটার্ফ, বোলিং মেশিন দেওয়া হলো। বীরভূমের সাংসদ অসিত মাল স্টেডিয়ামে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে চার কোটি টাকা দেওয়ার কথা জানান। সৌরভ বলেন, বীরভূম জেলা ক্রীড়া সংস্থা, বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থা এই অর্থ সঠিকভাবেই ব্যয় করবে বলে আশা রাখি।
জেলাশাসক বিধান রায়, মন্ত্রী, বিধায়ক, বোলপুর পুরসভার চেয়ারম্যান-সহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সিএবির প্রাক্তন ও বর্তমান পদাধিকারীদের পাশাপাশি মঞ্চে ছিলেন ভারতের হয়ে খেলা প্রাক্তন মহিলা ক্রিকেটাররাও।