দীঘাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষ; মৃত্যু একজনের, আহত ১৫

দীঘা : দীঘাগামী যাত্রীবাহী এসবিএসটিসি বাসের সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হল একজনের। জখম কমপক্ষে ১৫ জন।

রবিবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত বৃন্দাবনপুরে ১১৬বি জাতীয় সড়কের উপর। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয় দীঘাগামী বাসটির। যার ফলে মৃত্যু হল ওই লরির চালকের।

বাসে থাকা কমপক্ষে ১৫ জন যাত্রীর আঘাত লেগেছে। আহতদের তমলুক মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা প্রসঙ্গে এক বাসযাত্রী নিমতার বাসিন্দা মলয় পাল জানিয়েছেন, আমি বাসের ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম। চালক মাঝে মধ্যেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। বাসের সব সিটে যাত্রী ছিলেন। মগরাজপুর ওভারব্রিজ পেরনের পরই বিকট আওয়াজ হয়। উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 16 =