তৃণমূলের হুমকিতে দলত্যাগীরা ফিরছেন বিজেপিতে

ছাব্বিশের নির্বাচন হিন্দুদের বাঁচার লড়াই: শুভেন্দু

মনোজিত মৌলিক

পূর্ব মেদিনীপুরে উলটপুরাণ! জেলা পরিষদের বিজেপি সদস্য বুলুরানি করণ যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিকভাবেই যা নিয়ে চর্চা শুরু হয় জেলার রাজনীতিতে। এরপরেই মাস্টারস্ট্রোক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

তৃণমূলের হুমকিতেই দলত্যাগ করেছিলেন বিজেপির জনপ্রতিনিধি বুলুরানি। যদিও ফের তিনি সপরিবারে ফিরে এলেন বিজেপিতে। বুলুরানি করণ বর্তমানে অসুস্থ। আজ খেজুরিতে তাঁর বাড়ি যান শুভেন্দু অধিকারী। হাতে পদ্মফুল তুলে দিয়ে বলেন, এই ফুল আপনার। নিজের ঘরে এটি নিজের কাছেই রাখুন।

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, তেইশের পঞ্চায়েত ভোটের পর থেকেই পুলিশকে কাজে লাগিয়ে অনেককে হুমকি দিয়ে, বলপ্রয়োগ করে, মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনেককে এদিক-ওদিক করেছিল তৃণমূল। এটা ওদের অভ্যাস। বুলুরানি করণকেও ঘটা করে দলে নিয়েছিল। তবে তাঁর সঙ্গে আরও যাঁরা দলত্যাগে বাধ্য হয়েছিলেন তাঁরা বিজেপিতে ফিরছেন। আমি তাঁদের সকলের বাড়িতে যাচ্ছি। বিজেপি তাঁদের নিজেদের ঘর। ছাব্বিশের বিধানসভা নির্বাচন হিন্দুদের বাঁচার লড়াই। সমস্ত হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 2 =