ম্যাচের মোড় ঘুরিয়ে তিন উইকেট, পাঞ্জাবের জয়ে নায়ক হরপ্রীত ব্রার। ছবি- আইপিএল।
আইপিএলের প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলল পাঞ্জাব কিংস। রবিবার জয়পুরে রাজস্থান রয়্যালসকে ১০ রানে হারিয়ে। ২০১৪ সালের পর আর শেষ চারে যেতে পারেনি পাঞ্জাব। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স গতবার আইপিএল খেতাব জিতলেও এবার ছিটকে গিয়েছে। সেই শ্রেয়সের নেতৃত্ব এখন প্রথমবার খেতাবের আশা দেখাচ্ছে পাঞ্জাবকে।
সওয়াই মান সিং স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাব কিংস ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে। পাঁচটি করে চার ও ছয়ের সাহায্যে ৩৭ বলে ৭০ করেন নেহাল ওয়াধেরা। শশাঙ্ক সিং ৩০ বলে ৫৯ ও আজমাতুল্লাহ ওমরজাই ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন। শ্রেয়স করেন ৩০। তুষার দেশপাণ্ডে নেন ২ উইকেট।
এরপর ঝোড়োগতিতে রান তাড়া শুরু করে রাজস্থান রয়্যালস। ৪.৫ ওভারে ৭৬ রানে ভাঙে ওপেনিং জুটি। বৈভব সূর্যবংশী আউট হয় ১৫ বলে ৪০ রান করে। বৈভবের পর যশস্বী জয়সওয়ালকেও ফেরান ইমপ্যাক্ট সাব হরপ্রীত ব্রার। যশস্বী ২৫ বলে ৫০ করার ফাঁকে নিশ্চিত করে ফেলেন কমলা টুপি। ৩১ বলে ৫৩ করেন ধ্রুব জুরেল। অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ২০। রিয়ান পরাগ (১১ বলে ১৩) হরপ্রীতের তৃতীয় শিকার। রাজস্থান রয়্যালস শেষ অবধি তোলে ৭ উইকেটে ২০৯ রান। ম্যাচের সেরা হরপ্রীত ৪ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নেন। মার্কো জানসেন এবং ওমরজাই নেন ২টি করে উইকেট। অর্শদীপ সিং ৪ ওভারে ৬০ রান দেন, উইকেট পাননি। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট হলো পাঞ্জাব কিংসের। ১৩ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট রাজস্থানের ঝুলিতে।