কলকাতা : বিজেপি-র কড়া সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে নিশানা করে তাঁর আরও তোপ, “সব বুলডোজ করছে, দেশে জুমলা সরকার চলছে। পহেলগাঁওয়ের পর সবাই বিশেষ অধিবেশন ডাকার কথা বলেছে। বিরোধীরা সবাই অধিবেশন ডাকার কথা বলেছিল। কেন বিশেষ অধিবেশন ডাকা হবে না?”
কেন্দ্রকে আক্রমণ করে তিনি এদিন আরও বলেন, “জঙ্গিবাদের বিরুদ্ধে আইবি তদন্ত হয় না কেন? শুধু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সিবিআইকে কাজে লাগানো হয়। রোজ রোজ সংবিধানকে বদলাচ্ছে।”
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “রাজ্যপালদের দিয়ে রাজনৈতিক কাজ করাচ্ছে। প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি বাইরে ঘুরে বেড়ান।” অমিত শাহর নামোল্লেখ না করে বলেন, “ওনাকে ছেড়ে রেখে দিয়েছেন সব। বকলমে দেশ চালাচ্ছেন উনি। সব সিস্টেম ভেঙে দিয়েছেন।”
মমতা বলেন, ‘“উত্তরপ্রদেশ, গুজরাটে তো এত সমস্যা রয়েছে। কই সেখানে তো দল পাঠানো হয় না। বাংলায় কিছু হলেই দল পাঠান। দেশে জুমলা সরকার চলছে।”