গড়িয়াহাটের ভাড়াবাড়িতে ওড়িশার পুলিশকর্মীর রহস্যমৃত্যু

কলকাতা : গড়িয়াহাটে ভিনরাজ্যের পুলিশকর্মীর রহস্যমৃত্যু। ভাড়াবাড়ি থেকে মিলল ঝুলন্ত দেহ। নজরে পড়তেই সহকর্মীরা খবর দেন থানায়।

মঙ্গলবার রাতেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। মৃত পুলিশকর্মীর নাম সুব্রত কুমার সাহু। ওড়িশার কেওনঝারের বাসিন্দা তিনি। ওড়িশা পুলিশে কর্মরত ছিলেন সুব্রত। সম্প্রতি প্রশিক্ষণের জন্য কলকাতা আসেন তিনি। সঙ্গে সহকর্মীরাও ছিলেন। গড়িয়াহাট থানার হিন্দুস্থান পার্কের একটি বাড়িতে সহকর্মীদের সঙ্গে ভাড়া থাকতেন তিনি।

সূত্রের খবর, মঙ্গলবার দীর্ঘক্ষণ একা ছিলেন সুব্রত। তাতে সন্দেহ হয় সহকর্মীদের। এরপর ঘরে খুঁজতেই মেলে সুব্রতর ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়।

আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য রহস্য, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 14 =