কড়া নিরাপত্তার মোড়কে বৃষ্টির মধ্যে শুরু কালীগঞ্জের উপনির্বাচন, সকাল ৯ টা অবধি ১০.৮৩ %…

সকাল ৯ টা অবধি ১০.৮৩ % ভোট পড়েছে

নদিয়া : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নদিয়ায় কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন বৃহস্পতিবার। বৃষ্টির মধ্যে কড়া নিরাপত্তার মোড়কে শুরু হয় উপনির্বাচন। সাতসকালেই কিছু বিক্ষিপ্ত অসুবিধার কথা জানা গিয়েছে।

ইভিএম বিভ্রাটের জেরে দীর্ঘক্ষণ ভোট বন্ধ রইল কালীগঞ্জে দেবগ্রাম অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের বুথে। অপেক্ষমান ভোটদাতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ভোটের দিন সকাল থেকে অশান্তির খবর নিয়মিত বিজেপি তাদের মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জানায়। তবে, এদিন সকাল পৌনে নটা পর্যন্ত এরকম কোনও খবর ওই গ্রুপে দেওয়া হয়নি।

আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূল, বিজেপি এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর মুখোমুখি লড়াই নদিয়ার এই আসনে।

কালীগঞ্জ বিধানসভায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৬৭০ জন, তারমধ্যে মহিলা ১ লক্ষ ২২ হাজার ৩০৩ জন ও পুরুষ ১ লক্ষ ৩০ হাজার ৩৬৩ জন, অন্যান্য ৪ জন।

কালীগঞ্জ ব্লকের মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা -১৫টি, তবে বিধানসভার নিরিখে ১৩ টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে। এই ১৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১ টি শাসক দলের দখলে আছে, দুটি বিরোধীদের। বিজেপির ১, সিপিএমর ১। কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন ৪৫। তার মধ্যে তৃণমূলের দখলে ৩৮, সিপিএমের ৫ ও বিজেপির ২টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =