কলকাতা : রাজ্য সরকারকে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
এক সরকারি কর্মচারী ষষ্ঠ পে কমিশন নিয়ে মামলা করেছিলেন। ওয়েবসাইটে তথ্য না দেওয়ার অভিযোগ করে মামলা করেন তিনি। মামলাকারীর অভিযোগ, অফিসিয়াল ওয়েবসাইটে পে কমিশন সংক্রান্ত তথ্য দেওয়া হয়নি, অথচ ডিএ মামলায় রাজ্যের দাবি, ষষ্ঠ পে কমিশন তারা মেনে চলছে।
মঙ্গলবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দেন রাজ্যকে। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, “পে-কমিশনের সুপারিশ সরকারের কোনও গোপন নথি নয়। এটা সব সরকারি কর্মচারীর জন্য। এতে এত লুকোনোর কী আছে?”।
এরপরেই রাজ্যকে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট।