কলকাতা : দ্বিতীয় দফাতেও বিধানসভায় অকেজো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। এর ফলে দ্বিতীয়ার্ধের সভায় আলোচনা চলাকালীন শেষ সময় পর্যন্ত বাধ্য হয়েই দরজা খুলে রাখতে হয়েছে। মঙ্গলবার প্রথম দফায় আটটি দরজা খোলা হয়েছে।
দ্বিতীয় দফায়ও বাকি ছয়টি গ্যালারির দরজা নিতান্তই বাধ্য হয়ে খুলে দিতে হয়েছে। দ্বিতীয় দফায় ২.১৫ মিনিট থেকে ৩.০৫ মিনিট পর্যন্ত সভায় আলোচনা শেষ হলেও চলে ওই পরিস্থিতি। এতটুকুর বদল হয় নি।
বিরোধীদের উপস্থিতিতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জবাবী ভাষণের সময় থেকে শুরু করে বিরোধী ও শাসকদলের আনা সংশোধনী খারিজ ও গ্রহণের দীর্ঘ সময় পর্যন্ত তা সচল হয় নি। এর ফলে দুই দফায় সভায় সব মিলিয়ে ১ঘন্টা ০৫ মিনিট শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিকল থাকে। এরপর বিলটি পাশ হয়েছে এবং দিনের মতো সভা মুলতুবি ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।