কলকাতা : পেটের সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকালে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার রাত থেকেই তাঁর পেটে ব্যথা শুরু হয়। জানা গিয়েছে, সেদিন রাতে তিনি বাড়ির খাবার না খেয়ে বাইরের খাবার খান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। তারপর থেকেই পেটে অস্বস্তি ও যন্ত্রণা শুরু হয়। প্রথমে বিষয়টি হালকা ভাবে নেওয়া হলেও রাতে অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, হাসপাতালে যান প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট ও তাঁর ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়।