কলকাতা : এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কেন জামিন দেওয়া উচিত নয়, ফের আদালতে বিস্তারিতভাবে তা জানাল সিবিআই।
কেন্দ্রীয় তদন্ততকারী সংস্থার তরফে বুধবার আদালতে লিখিতভাবে পার্থর জামিনের বিরোধিতা করা হয়।
পাল্টা জবাব দেওয়ার জন্য এদিন পার্থর আইনজীবীর তরফে আদালতের কাছে সময় চাওয়া হয়। বিচারপতি শুভ্রা ঘোষ তা মঞ্জুর করেছেন। আগামী ২ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।