অনুব্রত-কান্ডে ৫ দিনের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠালো জাতীয় মহিলা কমিশন

কলকাতা : অনুব্রত মন্ডলের অডিও কান্ডে ৫ দিনের মধ্যে ‘রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়ে পাঠালো জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লু)।

মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের পুলিশ সুপারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে এনসিডব্লু-এর তরফে। চিঠিতে বেশ কিছু বিষয়ের উল্লেখ করে রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৫ দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার। অবিলম্বে অনুব্রতর মোবাইল বাজেয়াপ্ত করার পাশাপাশি আরও তিনটি ধারা যুক্ত করার নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন।

অডিওকাণ্ডে এর আগেই পুলিশের অ্যাকশন টেকেন রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছিল এনসিডব্লু। সূত্রের খবর, পুলিশের রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি কোনও এফআইআর কপি। রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি অভিযুক্তর মেডিক্যাল রিপোর্টও।

আইসিকে কদর্যভাষায় হুমকি দিয়েও ধরাছোঁয়ার বাইরে কেষ্ট। অনুব্রত মণ্ডললের অডিও ভাইরাল হওয়ার পর ডিজি-কে চিঠি পাঠায় এনসিডব্লু। কী কী পদক্ষেপ করা হয়েছে, জানতে চায় মহিলা কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =