কলকাতা : প্রকাশ্যেই ধর্মান্তরে উৎসাহ দেওয়া হচ্ছে বলে দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
ওবিসি শংসাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা। সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায় মেনে নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা করা হয়। বুধবার তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি।
বুধবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করে রাজ্যের ওবিসি তালিকার একটি অংশ তুলে ধরেন তিনি। সেখানে ১৭ নম্বর পয়েন্ট বিশেষভাবে চিহ্ণিত করা ছিল। সেটি শেয়ার করে তিনি লেখেন, ‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সামাজিক অন্তর্ভুক্তি’র ধারণা- যেখানে প্রকাশ্যেই ধর্মান্তরে উৎসাহ দেওয়া হচ্ছে’!
ওবিসি বি তালিকার ১৭ নম্বর পয়েন্ট লক্ষ্য করতে বলেন বিজেপির আইটি সেলের প্রধান। সেখানে লেখা রয়েছে, ‘খ্রিস্টান ধর্মে ধর্মান্তর করা ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে ওবিসি হিসেবে গণ্য হবেন। তাঁদের বংশধররাও একই সুবিধা পাবেন’।
অমিতবাবু লেখেন, ‘‘এখন তাহলে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হলে ওবিসি মর্যাদা ও আজীবন সংরক্ষণের সুবিধার মাধ্যমে পুরস্কৃত করা হচ্ছে! একটি বিপজ্জনক নজির! ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য সামাজিক ন্যায়বিচারের স্পষ্ট অপব্যবহার’’।