বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্য দিকে, প্রথম বার ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসে একদিকে অস্ট্রেলিয়ার কাছে যেমন ট্রফি ধরে রাখার লড়াই অন্য দিকে, দীর্ঘ ২৭ বছর আইসিসি ট্রফি খরা কাটানোর লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। ম্যাচের প্রথম দিন, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ব্যক্তিগত মাইলকফলকও দেখা গেল। লর্ডসে ‘সেরা’ হয়ে উঠলেন স্টিভ স্মিথ, নতুন রেকর্ড কাগিসো রাবাডার।
লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের সপ্তম ওভারে জোড়া ধাক্কা দেন রাবাডা। সব মিলিয়ে পাঁচ উইকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপ ফাইনালের মঞ্চে দ্বিতীয় বোলার হিসেবে ফাইফার নেওয়ার রেকর্ড রাবাডার। শুধু তাই নয়, ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ডকেও। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার উইকেট শিকারিদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন রাবাডা। ডোনাল্ডের উইকেট সংখ্যা ছিল ৩৩০। রাবাডা ফাইফার নেওয়ায় তাঁর উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৩৩২।
অন্য় দিকে আসা যাক স্টিভ স্মিথের রেকর্ডে। লর্ডসে বিদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের নজির ছিল ওয়ারেন বার্ডসলির। তিনি ৫৭৫ রান করেছিলেন। স্টিভ স্মিথ প্রথম ইনিংসে ৬৬ রান করেছেন। তাঁর মোট রান এখন ৫৯১। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারফিল্ড সোবার্স (৫৭১) ও অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান (৫৫১)।