পশ্চিম মেদিনীপুর : ফের তৃণমূল নেত্রীর বেনজির ‘দাদাগিরি’-র অভিযোগ উঠল। সোমবার প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন এক সিপিএম নেতাকে মারধর, মুখে কালি দেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর দলবলের বিরুদ্ধে। এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে।
ভিডিওতে দেখা যায়, ৬৬ বছরের অনিল দাসকে মুখে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। অনিল দাস প্রাক্তন সিপিএম নেতা, বর্তমানে একটি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত। স্কুটিতে যাওয়ার সময় খড়গপুরের খরিদা মোড়ের কাছে তাঁকে মারধরের অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে পাশে একটি রঙের দোকানে আশ্রয় নেন তিনি।
অভিযোগ, দোকানে ঢুকে টেনে বাইরে বের করা হয়। মারধরের পাশাপাশি টাকা মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ওঠে। অনিল দাসকে উদ্ধার করেন স্থানীয় দোকানদাররা। খড়গপুরে একটি পরিবারকে অত্যাচারের অভিযোগ বেবি কোলের বিরুদ্ধে। ওই পরিবারের পাশে দাঁড়ানোতেই মারধর, অভিযোগ অনিল দাসের।