এজবাস্টেনে অনিশ্চিত বুমরাকে নিয়ে অন্য কথা এবিডির !

জসপ্রীত বুমরা ভারতীয় বোলিংয়ের অন্যতম অস্ত্র। বিপক্ষের ত্রাস। যে কোনও মুহূর্তে চাপে ফেলে দেওয়ার ক্ষমতা রাখেন। আগের সফরে বুমরা বনাম অস্ট্রেলিয়া দেখেছে ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ড সফরেও তেমনই স্ক্রিপ্ট তৈরি। হেডিংলে-তে হার হলেও ভারতীয় বোলিং প্রথম ইনিংসে চমৎকার পারফর্ম করেছিল। বুমরা একাই নিয়েছিলেন ৫ উইকেট। বাকিরা সেই অর্থে জ্বলে উঠতে পারেননি। এজবাস্টেনে দ্বিতীয় টেস্টে নামার আগে সমালোচনা চলছে শুভমন গিলের দলের বোলিং নিয়ে। তারই মধ্যে এবি ডে ভিলিয়ার্সের মতো প্রাক্তন বলে দিয়েছেন, ভারতের উচিত পাঁচটা টেস্টেই যাতে বুমরাকে পাওয়া যায়, সেই চেষ্টা করা।

সফর শুরুর আগেই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে খেলতে দেখা যাবে না। তিনটে টেস্টে খেলবেন। বুমরার চোট প্রবণতা ভাবাচ্ছে দলকে। যে কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে নজর রাখতে হয়েছে কোচ, ক্যাপ্টেনকে। কিন্তু এবিডি বলেছেন, ‘এই মুহূর্তে তিনটে ফর্ম্যাট ধরলে ওই বিশ্বের সেরা বোলার। ওর মতো বোলারকে বিশ্রামে পাঠানো খুব কঠিন কাজ। আমি বরাবর মনে করি, ক্রিকেটে টেস্টই সব কিছুর উর্ধ্বে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ সেই সেরা সিরিজগুলোর একটা। আর তাই আমার মনে হয়, পাঁচটা টেস্টের জন্যই বুমরাকে তৈরি রাখা উচিত।’

বুমরার বিশ্রামের পক্ষপাতী নন এবিডি। ভারতীয় পেসারকে নিয়ে কোথাও কি গলদ থেকে যাচ্ছে টিম ম্যানেজমেন্টের? এই প্রশ্নও তুলে দিয়েছেন তিনি। ‘ম্যানেজমেন্টের গলদ কিনা, তা বলা মুশকিল। সদ্য চোট সারিয়ে ফিরেছে বলে এই ভাবনা কিনা, তাও বলা মুশকিল। আইপিএলকে বুমরার ফিরে আসার প্রক্রিয়া বলেই ভাবতে হবে। এমনও হতে পারে, যে চিকিৎসকের কাছে অপারেশন করিয়েছে ও, তিনিই হয়তো বলেছেন, পাঁচটা টেস্ট খেলার ধকল নিও না। সিদ্ধান্ত যাই নেওয়া হোক না কেন, সেটা মানতেও হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =