কলকাতা : পশ্চিমবঙ্গ তথ্য কমিশনের দুই নতুন সদস্য সোমবার রাজভবনে শপথ গ্রহণ করলেন। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস এদিন এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। উল্লেখ্য, ডঃ মৃগাঙ্ক মাহাতো এবং সঞ্চিতা কুমার উভয় পদে বসতে চলেছেন।
প্রসঙ্গতঃ আগামীকাল মঙ্গলবার জুলাই মাসের প্রথম দিন কার্য ভার সরকারিভাবে গ্রহণ করবেন তাঁরা। এদিকে, এদিন প্রায় ৪০ মিনিট ধরেই স্টাডি রুমে চলেছে শপথ গ্রহণ পর্বটি। শপথগ্রহণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ তথ্য অধিকার আইন অনুযায়ী, নাগরিকদের তথ্য পাওয়ার অধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রাজ্য তথ্য কমিশন। নতুন দুই তথ্য কমিশনারের যোগদানের পরিপ্রেক্ষিতে কমিশনের কার্যকারিতা আরও দৃঢ় হবে বলে ধারণা।