মোটরসাইকেল পেলেই কাজ চালু করবে উইনার, বললেন পুলিশ কমিশনার মনোজ বর্মা

ব্যারাকপুর : মহিলাদের নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যারাকপূর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গড়া হয়েছে বিশেষ বাহিনী ‘উইনার’। বড় ধরনের উৎসব কিংবা অনুষ্ঠানে মোতায়ন থাকবে এই মহিলা বাহিনী। বৃহস্পতিবার দক্ষিণেশ্বর ও কামারহাটিতে নব নির্মিত নতুন থানার উদ্বোধনে এসে পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, উইনারের টিম প্রস্তুত রয়েছে। ওদের মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণও হয়ে গিয়েছে। মোটরসাইকেল পেলেই ওরা কাজ চালু করবে। বড় ধরনের কোনও উৎসব কিংবা অনুষ্ঠানে পুলিশদের সঙ্গে ওরা ডিউটি করবে।

পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুনের তদন্ত প্রসঙ্গে পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, খুব শীঘ্রই এই খুনের ঘটনার সম্পূর্ণ কিনারা হয়ে যাবে। কেসটি বর্তমানে খুব ভালো পজিশনে আছে। আদালতে সাক্ষীদের বক্তব্য পেশ করা হয়ে গিয়েছে। তবে কিছু গ্রেপ্তারি এখনও বাকি আছে। ধীরে ধীরে ওদেরকে গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =