ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফিরেছে। যদিও প্রত্যাবর্তনে বাধা বৃষ্টি। বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ সঠিক সময়ে শুরু করা যায়নি। এই প্রতিবেদন লেখা অবধি অপেক্ষা চলছে বৃষ্টি থামার। প্রসঙ্গটা অন্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল কোথায় হবে? সূচি অনুযায়ী ২৫ মে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ারও কলকাতাতেই হওয়ার কথা ছিল। বারবার ছিল লেখা হচ্ছে, কারণ সূত্রের খবর, কলকাতা থেকে সরতে পারে আইপিএল ফাইনাল! সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য আশাবাদী ফাইনাল কলকাতায় হওয়া নিয়ে।
পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিরীহ পর্যটকরা প্রাণ হারিয়েছেন। এই হামলার দায় নিয়েছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন। অপারেশন সিঁদুরে এর যোগ্য জবাব দিয়েছে ভারত। এরপরই পাকিস্তানের তরফে নানা ভাবে হামলা চালানোর চেষ্টা হয়। বারবার সেই চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা। তবে দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে একঝাঁক বিমানবন্দরে পরিষেবা স্থগিত রাখা হয়েছে। একই কারণে, আইপিএলও সাময়িক স্থগিত করা হয়েছিল। যে কারণে, সূচিও বদলাতে হয়েছে।
আইপিএলের পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৭ থেকে ২৭ মে ছ’টি ভেনুতে লিগ পর্বের ম্যাচগুলি চলবে। প্লে-অফ এবং ফাইনালের সূচি দিলেও ভেনু নিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, ফাইনাল হতে পারে আমেদাবাদে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন সৌরভ বলছেন, ‘এত সহজে ফাইনাল সরিয়ে দেওয়া যায়! ফাইনাল এখানে করারই চেষ্টা চলছে। বিক্ষোভ, মিছিল এ সব করে কিছু হবে না। বোর্ডের সঙ্গে কথা চলছে। বিসিসিআইয়ের সঙ্গে সিএবির সম্পর্ক খুব ভালো। সব ঠিক হবে। আমি পুরোপুরি আশাবাদী, ফাইনাল এখানে হবে।’