নয়াদিল্লি : মোদী থাকলে সন্ত্রাসবাদের অবসান অনিবার্য, দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রবিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ নিশিকান্ত দুবে লিখেছেন, “ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর, আমরা বিশ্বের তৃতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।
জম্মু ও কাশ্মীরে হিন্দুদের মতোই মুসলমানরাও সন্ত্রাসবাদের দ্বারা ক্ষতিগ্রস্ত। ওআইসি অথবা মুসলিম দেশগুলির সংগঠনের অফিস সৌদি আরবে রয়েছে। আমরা আমাদের লক্ষ্যে সফল হব, পাকিস্তানের নিষ্ঠুর মুখ বিশ্বের সামনে উন্মোচিত হবে। মোদী থাকলে সন্ত্রাসবাদের অবসান অনিবার্য।
জয় হিন্দ জয় ভারত।” উল্লেখ্য, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদী চেহারা উন্মোচিত করতে সর্বদলীয় প্রতিনিধি দল গঠন করেছে ভারত। এমনই একটি প্রতিনিধি দলে রয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।