ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফিরল। যদিও প্রত্যাবর্তন স্বস্তির হল না। বেঙ্গালুরুতে বিরাট আয়োজনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। ফলে শুধু অপেক্ষাই সার। সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিংবদন্তি বিরাট কোহলি। তাঁর জন্য আয়োজনে কোনও খামতি ছিল না। কিন্তু ম্যাচই হল না। এতে যেমন আরসিবির প্লে-অফ নিশ্চিতের অপেক্ষা বাড়ল, তেমনই সরকারি ভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে গেল ম্যাচ। সঙ্গে কেকেআরের যাবতীয় স্বপ্নও জলে।
ভারত-সীমান্তে উত্তেজনা। সাময়িক স্থগিত রাখা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এ দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়েই ফিরছিল আইপিএলের বাকি অংশ। বেঙ্গালুরুতে গত দু-দিনও বৃষ্টি। ম্যাচেও এর প্রভাব পড়বে আশঙ্কা ছিলই। আরসিবির কাছে এই ম্যাচটা ছিল সহজ অঙ্ক। জিতলে প্লে-অফ। আর কেকেআরের কাছেও তেমনই। জিতলে অঙ্কে প্লে-অফের দৌড়ে টিকে থাকা, হারলে কিংবা ম্যাচ ভেস্তে গেলে বিদায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় হয়ে গেল। আগামী কাল পঞ্জাব এবং গুজরাট নিজেদের ম্যাচে জিতলে প্লে-অফ সরকারি ভাবে নিশ্চিত হয়ে যাবে আরসিবিরও।
সবচেয়ে হতাশার বিরাট কোহলি এবং আরসিবি সমর্থকদের জন্য। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর বেঙ্গালুরুতে বিরাটের প্রথম ম্যাচ। ঘরের ছেলের জন্য বিরাট আয়োজন করেছিলেন আরসিবি সমর্থকরা। বিরাট কোহলির নাম লেখা টেস্ট জার্সি পরে গ্যালারিতে। অন্তত বিকেল ৫.৩০ থেকে অপেক্ষা। তা আর মিটল না। জায়ান্ট স্ক্রিনে কয়েক বার ড্রেসিংরুমে বসে থাকা বিরাটের ঝলক দেখা গেল মাত্র। আরসিবির অবশ্য আরও একটা হোম ম্যাচ রয়েছে। এখন তারই অপেক্ষায় সমর্থকরা। কেকেআরের কাছে বাকি ম্যাচ শুধুই নিয়মরক্ষার।