◆ ইডেনে আইপিএল ফাইনাল নিয়ে আশার কথা শোনালেন সৌরভ
কলকাতা : বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জ্বরের কারণে বেশ কয়েকদিন বাড়িতেই ছিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। গতকাল বিকেলে লেক ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আজ সৌরভ বোলপুর যাবেন। সৌরভের কথায়, অবসর নেওয়া সব সময় নিজের সিদ্ধান্ত। রোহিত শর্মার মতো বিরাট কোহলিরও ‘ফ্যান্টাস্টিক কেরিয়ার’। তবে এখনই কোহলি এই সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা অবাক হয়েছি।
ভারতের টেস্ট অধিনায়ক কাকে করা হবে তা নিয়ে চর্চা চলছে। সৌরভ সরাসরি কারও হয়ে ব্যাট ধরেননি। তিনি বলেন, সবদিক বিবেচনা করে নির্বাচকরাই সিদ্ধান্ত নেবেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা যেমন থাকবে, তেমনভাবে জসপ্রীত বুমরাহর চোটের বিষয়টিও নজরে রাখতে হবে।
ইডেন থেকে আইপিএল ফাইনাল যাতে না সরে সে কারণে ক্রিকেটপ্রেমীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে মিছিল করে অবস্থানেও বসেছিলেন। সৌরভ বলেন, মিছিল, বিক্ষোভে লাভ হবে না। বিসিসিআইয়ের সঙ্গে সিএবির সম্পর্ক ভালো। এই ম্যাচগুলি সরানো সহজ নয়। আমি আশাবাদী ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ার ইডেনেই হবে।
সৌরভ জানান, যেহেতু কলকাতায় কলকাতা নাইট রাইডার্স সব হোম ম্যাচ খেলে ফেলেছে সে কারণেই আইপিএলের পরিবর্তিত সূচিতে ইডেনের নাম নেই। কেকেআরের হোম ম্যাচ থাকলে নাম থাকতো। সৌরভ অবশ্য মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে কিছু বলতে চাননি।