এসএসসি-র নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা শিক্ষকরা

কলকাতা : সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাঁদের তরফে আইনজীবী অনিন্দ্য মিত্র ও শামিম আহমেদ সোমবার উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করলেন৷

আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল শুধুমাত্র যোগ্য চাকরিহারা শিক্ষকরাই নতুন পরীক্ষায় বসতে পারবেন। পাশাপাশি বয়সের ক্ষেত্রেও ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফে জারি হওয়া নয়া বিজ্ঞপ্তিতে অযোগ্যরাও এই পরীক্ষায় বসতে পারবেন। সেই সঙ্গে, বয়সে ছাড়ের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি৷ এছাড়াও একাধিক আপত্তিকর বিষয় রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে৷

আগামী ১৬ জুলাই এসএসসি পরীক্ষায় আবেদন গ্রহণের শেষ দিন। তাই জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার আবেদন জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের তরফে দুই আইনজীবী৷

তাঁদের এই আবেদনে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এই বিষয়ে ব্যাখ্যা একমাত্র সুপ্রিম কোর্টই দিতে পারবে। কারণ, এই বিষয়ে নির্দেশ শীর্ষ আদালতই দিয়েছিল৷ যদিও সময়সীমার কথা বিবেচনা করে আগামী ১ জুলাই মামলাটির শুনানি করবেন বলে আশ্বাস দিয়েছেন হাইকোর্টের বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =