কলকাতা : সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ভোটগণনা চলাকালীন বোমার আঘাতে এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। এলাকার বড়চাঁদঘরের মোলান্দিতে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম তামান্না খাতুন (১৩)। এলাকার একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল সে। কালীগঞ্জ উপনির্বাচনের ভোটগণনা বালিকার মৃত্যুতে রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন।
মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দুপুরে জানিয়েছেন, জেলা নির্বাচন আধিকারিক অরুণপ্রসাদকে সবিস্তারে জানানো হয়েছে। জেলাশাসক ও জেলার পুলিশ সুপার উভয়ের কাছেও এই ঘটনা বিশদে জানতে চাওয়া হয়েছে। এদিকে, এর পরিপ্রেক্ষিতেই ভোট গণনার দিন ও বিজয় উল্লাসের সময়ে বাড়তি নজরদারিতেই গুরুত্ব দিচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। মৃত্যু এড়িয়ে চলতে ভবিষ্যতেও বিজয় মিছিলের ক্ষেত্রে কোনওরকম সতর্কতা আনা যায় কিনা সে ব্যাপারেও পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরেও আলোচনা চলছে।
উল্লেখ্য, সোমবার কালীগঞ্জে উপ নির্বাচনের ফল গণনা চলছে। মোট ২৩ রাউন্ড ফল গণনা করা হবে। পুরো ফল এখনও প্রকাশিত হয় নি। ১৭ রাউন্ডের ফল গণনার পর এদিন দুপুরের দিকেই উৎসাহীদের বিজয় উল্লাস বের হয়। পলাশী এলাকার মোলান্ডিতে চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুন ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে। ভোট গণনা চলাকালীন ওই ঘটনা । প্রাথমিকভাবে জানা গিয়েছে, সি পি আই (এম) সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া মারার অভিযোগ পাওয়া গেছে। জেলা ও রাজ্য স্তরে নির্বাচন কমিশন এই মুহূর্তে তা খতিয়ে দেখছে।