কলকাতা : বৃহস্পতিবার রাতে প্রকাশ্য রাস্তায় দুই মহিলার মারামারির ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজেনা ছড়িয়ে পড়ে বাঁশদ্রোণীতে।
মারধর করে এক মহিলা অপরজনের পোশাক ছিঁড়ে দেন বলে অভিযোগ। পালটা দেন সেই অপরজনও। দুই মহিলার হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপর রাতেই দুতরফেই বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ করে।
সূত্রের খবর, পাশের বাড়ির বউদির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন স্বামী! টের পেতেই অশান্তি শুরু করেছিলেন স্ত্রী। হাতেনাতে ধরতে বৃহস্পতিবার রাতে গাড়ির পিছনে ধাওয়া করলেন বধূ। গাড়ি থেকে নামতেই স্বামীর প্রেমিকার সঙ্গে হাতাহাতিতে জড়ান বধূ। জল গড়ায় থানা পর্যন্ত।
বাঁশদ্রোণী থানা এলাকার আনন্দপুরের বাসিন্দা ওই যুবক। পেশায় অ্যাপ ক্যাব চালক। স্ত্রী ও মাকে নিয়ে সংসার। যুবকের পরকীয়ার কথা স্ত্রী জেনে যেতেই অশান্তি শুরু হয়। বৃহস্পতিবার রাতে প্রেমিকের ক্যাবে বাড়ি ফিরছিলেন মহিলা। কোনওভাবে যুবকের স্ত্রী তা জানতে পারেন। এরপরই ভাইয়ের বাইকে চেপে স্বামী ও তাঁর প্রেমিকাকে ধাওয়া করেন।
পাড়ার মোড়ে মহিলা গাড়ি থেকে নামতেই তাঁকে পাকড়াও করেন প্রেমিকের স্ত্রী। তারপর হাতাহাতি, লোক সমাগম। উল্লেখ্য, অভিযুক্ত যুবকের মা তাঁর ছেলের পরকীয়া বিষয়টা জানতে পেরে রীতিমতো হতবাক।