কোহলিকে গ্রেফতারের দাবি সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং

বেঙ্গালুরু : বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসব বদলে গিয়েছিল বিপর্যয়ে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মারা যান, আহত হয়েছেন বহু। এরই মাঝে সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং বিরাট কোহলি।

কোহলির ‘ট্রেন্ড’ করা আর এমন কী বড় কথা। ভারতীয় ক্রিকেটের সুপারস্টার প্রায়ই ট্রেন্ড করে থাকেন। তার অনুরাগীর সংখ্যা, কল্পানাতীত। তবে তাঁকে ঘিরে এই উন্মতার জেরেই যে প্রাণ হারালেন ১১ জন, এমনটাই মত অনেকের।

এরপরেই ট্রেন্ডিং ‘#ArrestKohli’। অর্থাৎ বিরাট কোহলিকে গ্রেফতার করা হোক। নেটিজেনদের দাবি কোহলির ডাকেই কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন আরসিবি অনুরাগীরা। তাঁর পরিণামে চরম পরিণতি হয়েছে এতজনের। তাই তাঁকেই গ্রেফতারের করা হোক।

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় গ্রেফতার হয়েছেন আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোসালে। বেঙ্গালুরু বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং প্রধানকে। বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে তাঁকে পাকড়াও করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =