হাওড়া : ক্রেতা সেজে একই দোকানে বারবার রেইকি! সুযোগ বুঝে আট লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী। শ্রীরামপুরের বউবাজার এলাকার এই ঘটনার সেই ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়।
অভিনব এই ছিনতাইয়ের ঘটনার এক সপ্তাহের মাথায় অভিযুক্ত সুশান্ত দাসকে গ্রেফতার করল পুলিশ৷ বৃহস্পতিবার হাওড়ার গড়চুমুকে অভিযুক্তের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়৷
গত ২৮ মে হুগলির শ্রীরামপুরের একটি সোনার দোকান থেকে সাতটি সোনার চেন ছিনতাই হয়৷ যার মোট দাম ছিল ৮ লক্ষ টাকা৷ ওই দোকানে বেশ কয়েকবার ক্রেতা সেজে প্রথমে যায় অভিযুক্ত সুশান্ত৷ প্রথমে একটি রুপোর চেন, তার পর রুপোর আংটি এবং গত ২৬ মে একটি সোনার চেন কেনে সে৷ গত ২৮ মে সন্ধ্যায় সেই সোনার চেন বদলের নাম দিয়েই ফের ওই দোকানে যায় সে৷ এর পর দোকানের মহিলা কর্মী সুশান্তকে দেখানোর জন্য কয়েকটি চেন বের করলে সেগুলি ছিনিয়ে নিয়ে পালায় অভিযুক্ত৷
ঘটনার পরই শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়৷ সিসিটিভি-তেই অভিযুক্তের মুখ পরিষ্কার দেখা গিয়েছিল৷ পুলিশ জানিয়েছিল, অভিযুক্ত আগেও এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল৷ ফলে সুশান্তকে শনাক্ত করতে খুব বেশি বেগ পেতে হয়নি পুলিশকে৷ কিন্তু সে কোথায় গা ঢাকা দিয়েছে, তার খোঁজ চালাতে থাকে পুলিশ৷
শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গড়চুমুকে হানা দেয় শ্যামপুর থানার পুলিশ৷ শ্বশুরবাড়ি থেকেই গ্রেফতার করা হয় সুশান্তকে৷ অভিযুক্তের কাছ থেকে বেশ কিছু সোনার গয়নাও উদ্ধার হয়েছে৷