কলকাতা : অশোকনগর কিডনি পাচার কাণ্ডে এবার গ্রেফতার হলেন বাঁশদ্রোণীর এক আইনজীবী। ধৃতের নাম প্রদীপ কুমার বয়স বছর সাঁইত্রিশ।
আইনজীবীর বাড়িতে নোটিস দিয়ে তলব করেছিল পুলিশ। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ তিনি অশোকনগর থানায় হাজিরা দেন। রাত তিনটে পর্যন্ত সেখানে ভারপ্রাপ্ত আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ সূত্রে খবর, সদুত্তর দিতে পারেনি আইনজীবী। সে কারণে তাঁকে শুক্রবার ভোরে গ্রেফতার করা হয়।
এর আগে কিডনি পাচার চক্রে ৫ জনকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। তাদের জেরা করে উঠে আসে এই আইনজীবীর নাম। শুক্রবার অভিযুক্ত আইনজীবীকে ৮ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়। সূত্রের খবর, পুলিশের আবেদন আদালতে এদিন মান্যতা পেয়েছে।