নদিয়া : রবিবার রাতে কল্যাণী থানার গয়েশপুর মানিকতলা মোড় এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের।
মৃত দুই যুবকের নাম পলাশ ঘোষ ও সৌরভ ঘোষ। জানা যায়, তারা চেকপোস্ট মোড় থেকে গয়েশপুরের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। স্থানীয়রা আওয়াজ শুনে তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।