ঘাটালে দুর্যোগে ‘সরকার এবং প্রশাসন পাশে আছে’ বলে আশ্বাস অভিনেতা-সাংসদ দেবের

কলকাতা : ”ঘাটালে বন্যা হওয়ার পর মানুষের অভিমান যথারীতি জনপ্রতিনিধিদের উপরেই হবে। এই দুর্যোগের সময় সরকার এবং প্রশাসন আপনাদের পাশে সব সময় আছে।” সামাজিক মাধ্যমে এই দাবি করেছেন অভিনেতা-সাংসদ দেব।

তিনি লিখেছেন, “বিগত 10 বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের সপক্ষে সওয়াল করে এসেছি। অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। 2024 রাজ্য সরকারই সিদ্ধান্ত নেয় এবং এক তৃতীয়াংশ বাজেট (500 কোটি) বরাদ্দ করে।

ফেব্রুয়ারি 2025 থেকে কাজ শুরু হয়। এই মাস্টার প্ল্যানে 78 কিমি + 52 কিমি নদীর ড্রেজিং থেকে শুরু করে বাঁধ, ব্রিজ, খাল কাটা, খালের সংস্করণ, কৃত্রিম নদী তৈরি করা, জমি অধিগ্রহণ সবই আছে। যার সময়সীমা কমপক্ষে ৪-৫ বছর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 1 =