কলকাতা : এই নিয়ে দ্বিতীয় দিন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার প্রথমার্ধের সভায় ফের অশান্তির জন্যে বিরোধীদের থামাতে চারজন বিধায়ক’কে বের করে দেন। শুধু তাই নয়, দিনের মতো সাসপেন্ড করেছেন। বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনের একাদশতম দিনেও হৈ – চৈ’ তে সরগরম সভা। মুহূর্তের মধ্যেই শোরগোল বাধে।
দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পাঠ পর্ব শেষ হতেই বিজেপির অশোক লাহিড়ী সরকার পক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বিজেপির সদস্যদের বক্তব্য কার্যবিবরণী থেকে কেন বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় অন্যান্যরাও সরব হন। অধ্যক্ষ এই বক্তব্য শোনার পর তা গুরুত্ব না দিয়ে উল্লেখ পর্বের কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়াতে গোলমাল বাধে এবং তা চরমে ওঠে। ওয়েলে নামেন সদস্যরা। কাগজপত্র ছিঁড়ে সভায় উড়িয়ে দিয়েছেন। এর জোরালো প্রতিবাদ করেন বিজেপি সদস্যরা। প্রথমে সরকার বিরোধী বক্তব্য রাখেন।
এরপর “ভারত মাতা কি জয়” – বিজেপি’র সদস্যরা স্লোগান দিয়েছেন সভায়। এদিনের সভায় বিজেপির চারজন সদস্য – দীপক বর্মণ, অগ্নিমিত্র পল, মনোজ কুমার ওরাঁও এবং ডঃ শঙ্কর ঘোষ। মূলতঃ তাদের নেতৃত্বে হাঙ্গামা করা হয়েছে। এই অভিযোগে তাদের প্রথমার্ধের সভা থেকেই মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় এবং দিনের মতো সাসপেন্ড ঘোষণা করা হয়েছে।