কলকাতা : বিধানসভায় সোমবার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য তৈরি হয় অধিবেশনকক্ষে।
এ দিন বিধানসভার লবিতে হঠাৎই পড়ে যান তিনি। তার পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে বলাগড়ের তৎকালীন বিধায়ক অসীম মাজিকে সরিয়ে মনোরঞ্জনকে প্রার্থী করে তৃণমূল। বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদারকে ৫,৭৮৪ ভোটে হারিয়ে বিধায়ক হন তিনি। এর পর তাঁর বিভিন্ন মন্তব্য বিতর্ক তৈরি করেছে। যদিও এদিন তাঁর অসুস্থতার সঠিক কারণ এই লেখা পর্যন্ত জানা যায়নি। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করছেন।