মুম্বই : মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে অনুপমা ধারাবাহিকের সেটে সোমবার ভোরে আগুন লাগে। পাঁচটি দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, এই ঘটনায় অনুপমার সেট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন লাগার কারণ অনুসন্ধান করছে।
পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে গোরেগাঁও ফিল্ম সিটিতে ‘অনুপমা’ ধারাবাহিকের সেটে শুটিং চলছিল। এদিন ভোর ৫টা নাগাদ সিরিয়ালের সেটে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। আগুন লাগার খবর পেয়েই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জানা গেছে, আগুন এখন নিয়ন্ত্রণে। তবে শুটিং সেটটি সম্পূর্ণ পুড়ে গেছে। যার ফলে প্রযোজকের ব্যাপক ক্ষতি হয়েছে।