স্ট্রং রুমের ভীতর ইভিএম টেম্পারিং করতে পারে তৃণমূল, আশঙ্কা প্রকাশ অগ্নিমিত্রার

আসানসোল : শনিবার, আসানসোল লোকসভা উপনির্বাচনের গণনা, গণনার ঠিক আগের দিন লোকজন ঢুকিয়ে তৃণমূল ইভিএম টেম্পারিং করতে পারে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এমনই আশংকা প্রকাশ করলেন লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

তিনি বলেন, যেসব ইভিএমের সিল ভাঙ্গা বা ৭৫ শতাংশের বেশি ব্যাটারীতে চার্জ থাকবে সেইসব ইভিএম যে ভোট কেন্দ্রে ব্যবহৃত হয়েছে সেই ভোটকেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি করবেন তিনি। অগ্নিমিত্রা পল বলেন, তৃণমূলের দলের ভেতর থেকে তার কাছে খবর এসেছে সিভিক ভলেন্টিয়ার-কে দিয়ে বুথের ভিতর গন্ডগোল পাকানোর চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, গণনার রাউন্ড শেষ না হওয়া পর্যন্ত এজেন্টদের কোন কাগজে সই করানো যাবে না। শুক্রবারে সাংবাদিক সম্মেলনে সকলকে শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি ফলাফল ঘোষণার পরবর্তীকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − ten =