কলকাতা : রাতের ফাঁকা রাস্তায় প্রেমিকের সঙ্গে স্কুটি চালানো শিখতে যাওয়াই কাল হল। স্কুটি থেকে পড়ে মারা গেলেন অষ্টাদশী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজারহাট-নিউটাউন এলাকায়।
মৃতার নাম পূজা সাহা। বাড়ি বিধাননগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের দশদ্রোণ এলাকায়। এবারই তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন। ঘটনায় শোকের ছায়া।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই পূজা স্কুটি চালানো শেখার জন্য জোড়াজুড়ি করছিলেন। প্রেমিক শুভঙ্কর ভৌমিক তাঁকে নিয়ে স্কুটি চালানো শেখানোর জন্য বেরিয়েছিলেন।
রাজারহাটের ফাঁকা রাস্তায় রবিবার রাতে প্রেমিকের সঙ্গে স্কুটি চালানো শিখছিলেন পূজা। তাঁদের মাথায় হেলমেট ছিল না বলে খবর। পথে স্কুটিটি নিয়ন্ত্রণ হারায়। দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। জানা গিয়েছে, সেসময় স্কুটিটি চালাচ্ছিলেন পূজা। পিছনে বসেছিলেন শুভঙ্কর। দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান ওই যুবতী। বাড়িতে খবর দেওয়া হয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। দেখা যায়, স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্কুটি চালানোর সময় হাত কেঁপে যেতে পারে। গাড়ির গতি হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।