করোনা সংক্রমণের আশঙ্কার মাঝেই সোমবার থেকে ফের খুলল স্কুল

কলকাতা : গরমের ছুটির জন্য টানা একমাস বন্ধ ছিল স্কুল। সোমবার থেকে ফের খুলল স্কুল। এদিকে নতুন করে রাজ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। পরিস্থিতির কথা নজর রেখে অধিকাংশ স্কুলই পড়ুয়াদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করছে।

৩০ এপ্রিল ক্লাসের পর বন্ধ হয়েছিল স্কুল। ছুটির সময় অনলাইনে ক্লাস চালু হলেও সিলেবাসের অনেকটাই বাকি। কিন্তু রাজ্যেও নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে আতঙ্কিত শিক্ষকদের একাংশ।

সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গুটি গুটি পায়ে বাড়ছে করোনা সংক্রমণ! সামনে এসেছে কোভিডের ওমিক্রন প্রজাতির দু’টি সাব ভ্যারিয়েন্ট। অতীতে করোনার সময় মাসের পর মাস বন্ধ হয়ে গিয়েছিল স্কুল। সরকারি স্কুলগুলিতে পঠনপাঠন কার্যত থমকে গিয়েছিল।

বেথুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্যরা সংবাদমাধ্যমকে বলেন, গরমের ছুটি কাটিয়ে স্কুল খুলছে। তবে করোনার চোখ রাঙানি একটা বড় মাথাব্যথার কারণ। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রবিবার পর্যন্ত বাংলায় কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ২৮৭ জন! অথচ ২৬ মে এই সংখ্যাটা ছিল মাত্র ১৪! রবিবারই নতুন করে ৮৬ জন আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =