কলকাতা : সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফল প্রকাশিত হলো সোমবার। এই পরীক্ষাতেও বাংলার মুখ উজ্জ্বল করলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়ে দেবদত্তা মাঝি। গোটা দেশে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন তিনি। সেই সঙ্গে আইআইটি খড়্গপুর জোনেরও টপার তিনি।
তাঁর সর্বভারতীয় র্যাঙ্ক ১৬। গোটা দেশে প্রথম হয়েছেন রাজিত গুপ্তা। দিল্লি আইআইটি জোন থেকে পরীক্ষায় বসেছিলেন তিনি। আইআইটি কানপুর ছিল ২০২৫ সালের জেইই অ্যাডভান্সড পরীক্ষার দায়িত্বে।
২০২৫ সালে ১ লক্ষ ৮০ হাজার ৪২২ জন বসেছিলেন আইআইটি অ্যাডভান্সড পরীক্ষায়। এর মধ্যে পাশ করেছেন ৫৪ হাজার ৩৭৮ জন। ৯ হাজার ৪০৪ জন ছাত্রী এ বছর সফল হয়েছেন এই পরীক্ষায়। তাঁদের মধ্যেই প্রথম হয়েছেন দেবদত্তা।
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় পাশ করলে জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসার সুযোগ মেলে। এই পরীক্ষায় পাশ করলে তবেই দেশের বিভিন্ন আইআইটি এবং আইআইএসসি-তে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ আসে পড়ুয়াদের সামনে।