খড়গপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে দুর্ঘটনার কবলে পড়ল একটি কন্টেইনার। কন্টেইনারটি চেন্নাই থেকে কলকাতা ও আসানসোলের দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৪টে নাগাদ খড়গপুর জাতীয় সড়কের ওপর কৃষ্ণ নগরের কাছে একটি কন্টেইনার দুর্ঘটনার কবলে পড়ে। ওই কন্টেইনারে ৮টি গাড়ি ছিল।
চেন্নাই থেকে কলকাতা ও আসানসোলগামী কনটেইনারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যখন চালক ঘুমিয়ে পড়েন, একটি ব্যারেলে ধাক্কা মারে এবং পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরে যায়।
ফলে আগুনে কন্টেইনার এবং ভেতরে থাকা গাড়িগুলি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা প্রায় দুই ঘন্টা সময় নেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।