ক্যানিং : তালদি মাছের আড়তে ডাকাতির পরিকল্পনা ভেস্তে গেল পুলিশের তৎপরতায়। গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তিন দুষ্কৃতীকে ধরে ফেলে। আরও তিন দুষ্কৃতী পালিয়ে যায়। ক্যানিং এর খাস কুমড়ো খালি থেকে গ্রেফতার অভিযুক্তরা।
ধৃতদের নাম আয়ূব সর্দার, আমিরউদ্দিন সর্দার, আব্দুর রহমান হালদার। এদের মধ্যে দুজনের বাড়ি ক্যানিং এর তালদি শিবনগর এলাকায়। বাকি একজনের বাড়ি জীবনতলার নারায়নপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার, একটি সেভেন এম এম বন্দুক, দুটি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ভোর রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে কয়েকজন দুষ্কৃতি তালদি মাছের আড়তে ডাকাতির পরিকল্পনা করেছে বলে। তৎক্ষণাৎ ক্যানিং থানার পুলিশ সাদা পোশাকে মাছের আড়ৎ সহ আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে খাস কুমড়োখালি এলাকা থেকে এদেরকে ধরে ফেলে। যদিও বাকি তিন অভিযুক্ত পালিয়ে যায়। ধৃতদের রবিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে ক্যানিং থানার পুলিশ।