চেন্নাই : লন্ডনের উদ্দেশে রওনা দিয়েও চেন্নাইয়ে ফিরতে হল ব্রিটিশ এয়ারওয়েজের বিমানকে।
ভারতীয় সময় রবিবার সকাল ৫টা ৩৫ মিনিট নাগাদ চেন্নাই বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু ৪০ মিনিট দেরিতে ২০৬ জন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় বিমানটি।
জানা গেছে, ভারতের আকাশসীমা অতিক্রম করে আরব সাগর অঞ্চলে প্রবেশ করার পরেই ইরানের আকাশসীমা বন্ধের খবর পান ওই বিমানের পাইলটেরা। তার পরেই আবার চেন্নাইয়ে ফিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৮টা ৫ মিনিট নাগাদ চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।